The Blog

কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন?
 
বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগেনা এমন ক্ষেত্র খুব কমই  আছে। যেমন, ধরুন একটা সফটওয়্যার বানাবে একজন সফটওয়্যার ডেভেলপার, কিন্তু সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস (UI) বানানোর জন্য অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার, তেমনি কারখানায় কোন পন্য বানানোর জন্য জন্য সেই পন্যের ডিজাইন কিংবা পন্যের বডি ক্রেতার কাছে আকর্ষনীয়ভাবে দেখানোর জন্য সেটি বানানোর আগে একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে পন্যের মোড়ক তৈরি করা ইত্যাদি কাজ গুলো গ্রাফিক্স ডিজাইনার দিয়েই করতে হবে।
 
মোটকথা আপনি যা ই করেন না কেন কাজটি ভালো ভাবে করতে হলে গ্রাফিক্সের প্রেসজেন্টেশন লাগবেই।
 
তাই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারলে বর্তমান চাকরীর বাজারে আপনাকে ঘুরতে হবে না। ভালো কাজ জানলে চাকরীই আপনাকে খুজে নিবে।
 
র্তমানে আমাদের দেশে নতুন নতুন অনেক কোম্পানী তৈরি হচ্ছে তাদের ডিজাইনার প্রয়োজন হয় ভালো কাজ জানলে দেশীয় কোম্পানি-তে  জব করতে পারবেন।
 
যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন তাদের জন্যও আছে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে  অনেক টাকা আয়ের সুযোগ। Fiverr, Freelancer, Upwork সহ অনেক বড় বড় ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আছে যেখানে আপনি  UI ডিজাইন, ব্যানার, লোগো, পোস্টার, টি-শার্ট্,ফেস্টুন, পিএসডি ডিজাইন এর উপর ফিক্সড বা হাওয়ারলি রেটে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। তবে নতুন অবস্থায় Fiverr এবং  Freelancer মার্কেটপ্লেস ভালো । আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস এর স্টুডেন্টদের এই ২ টি মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় তা বিস্তারিত শিখিয়ে থাকি।
 
মূলকথা  হচ্ছে একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার কখনোই বেকার থাকেনা। বর্তমানে অনলাইনে ভাল কাজ জানলে অনেক কাজের সুযোগ আছে । আমাদের লাইভ ক্লাস এর ছাত্র-ছাত্রীরা ঘরে বসে এই ধরনের কাজ গুলো শিখে এখন অনেকেই অনলাইনে ভালো  টাকা আয় করছে ।
আমাদের Group  ভিজিট করলে বুঝতে পারবেন
 
 
 
কোথায় শিখবেন?
 
আমাদের লাইভ ক্লাস এর মাধ্যমে আপনি ঘরে বসেই ক্লাস করে গ্রাফিক্সের  কাজ শিখতে পারবেন ।
ফি কত? 
 
আমাদের লাইভ ক্লাস এর ফি দুই রকম আপনি যদি প্রিমিয়াম কোর্স করতে চান তাহলে ৫ হাজার টাকা কোর্স ফি দিয়ে শিখতে হবে যেখানে আপনার ক্লাস হবে জুম বা স্কাইপ দিয়ে যাতে আপনি সহজে প্রশ্ন করতে পারেন বা আপনার সমস্যা গুলো দেখাতে পারেন কম্পিউটার স্ক্রীন শেয়ার করে এবং আমাদের মেন্টর সহজে আপনার সম্যসাটি সমাধান করতে পারবে এবং ক্লাস এ স্টুডেন্ট থাকবে ৫-১০ জন । এই প্রিমিয়াম কোর্সে কম স্টুডেন্ট নিচ্ছি যাতে সহজে সবাই শিখতে পারে এবং প্রশ্ন করতে পারে।
 
 
আর আমাদের প্রিমিয়াম কোর্স ছাড়া ফ্রি কোর্স আছে যেখানে মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশান ফি নিয়ে শিখানো হচ্ছে । সেই ক্লাস গুলো জুম বা স্কাইপের মাধ্যমে হবে না। ফেইসবুক সেক্রেট গ্রুপে মাধ্যমে হয় । প্রতি ২ মাস পর পর এই কোর্স চালু হয় । এখানে স্টুডেন্ট এর কোন লিমিট নাই ।
আমাদের নতুন ফ্রি কোর্স  গুলো দেখতে নিচের লিংকে দেখুন 
 
লাইভ ক্লাস করতে কি কি লাগবে?
 
 
  • কম্পিউটার বা ল্যাপটপ লাগবে।
  • কনফিগারেশনঃ Minimum core i3
  • ইন্টারনেট কানেকশন
  • ওয়েব ক্যামেরা লাগবে না। 
 
ভর্তির জন্য যোগাযোগ করব কিভাবে?
 
 
আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন
 
হেল্পলাইনঃ 01974793592, 01947977610 & 01824793592
 
আমাদের অনলাইন  কোর্স সম্পর্কে জানতে চান তাহলে এই লিংকে গিয়ে ভিডিও টি দেখুন  

 

 
ধন্যবাদ 
 
লিখেছেন আনিছুর রহমান
 
মেন্টরঃ গ্রাফিক্স ডিজাইন লাইভ ক্লাস